নিজস্ব প্রতিবেদক।
ঝিলংজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোঃ শরীফ উদ্দিন প্রতিদ্বন্দ্বীতায় মেম্বার নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডের আরেক প্রার্থী আবদুল কাদের তার প্রার্থীতা প্রত্যাহার করায় শরীফ উদ্দিনের আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সদর উপজেলা নির্বাচন অফিসার প্রাথমিক ভাবে বিজয়ী ঘোষনা করেন। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধের দিনে উপজেলা পরিষদ হল রুমে ৯ নং ওয়ার্ডের প্রার্থী মোঃ শরীফ উদ্দিনের বিপক্ষে আর কোন প্রার্থী না থাকায় তাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা। উল্লেখ্য শরীফ উদ্দিন বর্তমানেও একই ওয়ার্ডের মেম্বার।