..
কক্সবাজারের কয়েকটি স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “ইসুলুঘোনাতেই ২ ডজন ইয়াবা কারবারী,যতধরে ততবাড়ে : উদ্বিগ্ন এলাকাবাসী“ শিরোনাম সংবাদের একাংশে আমার দৃষ্টিগোচর হয়েছে ।উক্ত সংবাদটির একাংশে সাদ্দাম পিতা মোহাম্মদ প্রকাশ মাছ বিক্রেতা মোহাম্মদ উল্লেখ করা হয়েছে। এতে সমাজে আমার মান ক্ষুন্ন হয়েছে। আমি কালুর দোকান এলাকার একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। সামান্য আয়ে কোনমতে আমার সংসার চালায়। আমার সন্তান সাদ্দামের সাথে আমার বা আমার পরিবারের কোন সম্পর্ক নেই। সে আমার পরিবার থেকে দীর্ঘদিন থেকে পৃথক রয়েছে,যা এলাকাবাসী অবগত। এছাড়া বর্তমানে সাদ্দাম কোথায় কি করে আমার জানা নেই। তার কোন কুকর্মের দায়ভার আমি কোন মতে বহন করতে রাজি না,কারন সে আমার অবাধ্য সন্তান।কারন আমি মাদক ও মাদককারবারীদের মনে প্রানে ঘৃনা করি। মাদককারবারীরা দেশের শত্রু। আসল কথা হলো একটি ষড়যন্ত্রকারী চক্র সমাজে আমার সম্মান ক্ষুন্ন করার কুমানসে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার পরিচয় ব্যবহার করিয়েছে। যা আমার কাছে মানহানীকর। আমি এই মিথ্যা সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি ।
প্রতিবাদকারী-
মোহাম্মদ ছৈয়দ প্রকাশ মোহাম্মদ