শহর প্রতিনিধি:
কক্সবাজার পৌরএলাকার প্রাচীনতম এলাকা ৪ নং ওয়ার্ডের বৃহত্তর টেকপাড়া ও আশপাশের মহল্লার অলিগলি থেকে শুরু করে সবকটি সড়ক অকেজো হয়ে পড়ায় যানবাহন চলাচল করা দূরের কথা বর্তমানে পায়ে হাঁটার উপক্রম নেই।দীর্ঘদিন উন্নয়নের নামে এলাকাবাসীর সাথে রঙ্গতামাশায় মেতে থাকায় দিন দিন ফুঁসে উঠার চিত্র দেখা যায় ভুক্তভোগী এলাকাবাসীর নানান অভিযোগে।আবার অনেকে জনপ্রতিনিধিদের দিখে সরাসরি দোষারোপ করছে। সবার অভিযোগ জলাবদ্ধতা,অকেজো সড়ক ব্যবস্থা,উন্নয়নের নামে হরিলুট,নেই জবাবদিহিতা ও জনপ্রতিনিধিদের দায়সারা ভাব ইত্যাদি ইত্যাদি। মধ্যম টেকপাড়া, পূর্ব টেকপাড়া, পশ্চিম টেকপাড়া, জনতা সড়ক,হাঙ্গর পাড়া ও মাঝির ঘাট এলাকা সহ বৃহত্তর টেকপাড়ায় সরজমিন ঘুরে দেখা যায়,প্রতিটি সড়কে রয়েছে শত শত গর্ত।রয়েছে সড়ক সংস্কার কিংবা উন্নয়নের নামে কিছুটা খুঁড়াখুঁড়ির চিহ্নমাত্র। দেখলে বোঝা দায় উন্নয়ন না কি মানুষের মৃত্যুর ফাঁদপাতার পরিকল্পনা।
টেকপাড়ার সমাজ সেবক ও সচেতন মহল জানায়,দীর্ঘ ৭/৮ মাস পূর্বে কালুর দোকান হয়ে মাঝির ঘাট ও চাুল বাজার হয়ে হাঙ্গর পাড়ার জনগুরুত্বপূর্ন সড়কের উন্নয়নের কথা বলে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছিল।কিন্তু বর্তমানে বর্ষায় বৃষ্টির সবটুকু পানি সড়কের উপর ভয়ে যায়,এছাড়া ড্রেনের সব কাদা সড়কের বড় বড় গর্তে জমে থাকায় এলাকাবাসী নানানভাবে নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে। সড়কে পায়ে হাঁটার অনুপযোগী হয়েছে অনেক আগে।সব মিলিয়ে চরম দুর্ভোগে আমরা।তারা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষথেকে বিনীত অনুরোধ জানিয়ে বলেন,যেন অনতিবিলম্বে সড়কটিরটির কাজ শেষ করে নরক যন্ত্রণা থেকে মুক্ত করেন চরম অবহেলিত এলাকাবাসীকে।
বৃহত্তর টেকপাড়া তরুন,যুবক ও সমাজপতিদেরও দাবী একটাই,যেন পুরাতন ম্যালেরিয়া অফিস- চাউল বাজার-চৌমোহনী-হাঙ্গর পাড়া-খুরুস্কুল ব্রীজ সড়ক, কালুর দোকান- টেকপাড়া প্রাইমারি স্কুল-হাঙ্গর পাড়া সড়ক এবং টেকপাড়া জামে মসজিদ সড়ক উন্নয়ন কিংবা সংস্কার করে যানচলাচলের উপযোগী করা যায় তারজন্যে পৌর মেয়র,ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।