স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই কাউন্সিলর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। শুক্রবার রাতে চকরিয়া থানায় পাল্টাপাল্টি মামলা দু’টি রুজু করা হয়েছে। নব-নির্বাচিত বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে শামসুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখপূর্বক আরো ১২/১৩ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেছেন। অপরদিকে, সাবেক কাউন্সিলর রেজাউল করিমের সমর্থকদের মধ্যে ছাবের আহমদ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ১০০/ ২০০ জনকে অজ্ঞাত রেখে পাল্টা মামলা দায়ের করেছেন। চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বলেন,বর্তমান ও সাবেক কাউন্সিলর সমর্থকদের সংঘটিত হওয়া ঘটনার দুইপক্ষের মামলা নেয়া হয়েছে।এছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য,গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পুরাতন বাস র্টামিনাল চত্বরে পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে,বর্তমান ও সাবেক দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল।এঘটনায় ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সহ দুইপক্ষের মোট ১১ জন লোা গুরুত্বর আহত হয়েছিল।তবে
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন আছেন।