শেফাইল উদ্দিন,কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে প্রভাবশালী কর্তৃক এক বিধবার বশতভিটা জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে ।
এ ঘটনায় ভুক্তভোগী নিরুপায় হয়ে ঈদগাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে প্রভাবশালীদের প্রান নাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে ।
অভিযোগে জানাযায়, পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার মৃত মোজাফফর আহমদের বিধবা স্ত্রী আমিনা আক্তার এর বশতভিটার উপর লুলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী চক্রের । দীর্ঘদিন ধরে এ চক্র বিধবা আমিনা আক্তারের বশতভিটা জবর দখল চেষ্টার পাঁয়তারা করে আসছে । এরই ধারাবাহিকতায় ১৮ মে সকাল ১০ টার দিকে একই এলাকার এজাহার মিয়া ও কাজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জবর দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালায় ।এ সময় জানালার গ্রিল ও ঘরের টিন ভেঙ্গে ফেলে । আমিনা আক্তার এগিয়ে আসলে তাকে প্রান নাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে বিধবা আমিনা আক্তার ৯৯৯ ফোন করে প্রানে রক্ষা পায় এবং দ্রত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।এ ঘটনায় বশতভিটা জবর দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বিধবা আমিনা। স্থানীয় মেম্বার আলা উদ্দিন জানান, ঘটনা এবং থানায় অভিযোগের বিষয়টি শুনেছি । ঘটনা স্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল করিম ঘটনা এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।