আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ১২ই রবিউল আউয়াল (২০অক্টোবর ) পেকুয়া উপজেলা ঈদে-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে জশনে জুলুস বের করা হয়। মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে চৌমুহনী কলেজ ও পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার হয়ে পেকুয়া ঋণদান সমবায় কমিটি সেন্টারে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিশেষে আলোচনা সভা ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন- অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গঠনে রাসুল (দ.) এর আর্দশিক চেতনার বিকল্প নেই। যেখানে অশান্তি, জঙ্গিবাদ উপস্থিত তার বিপরীতে প্রিয় হাবিবের দর্শনই যথেষ্ট। সর্বত্র রাসুলের (দ.) দর্শন থেকে দূরে থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। রাসুল (দ.)এর অনুসরণই সকল সমস্যার সমাধান নিহীত। জুলুছের যৌক্তিকতা তুলে ধরে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা যদি রবিউল আউয়াল মাসে নবীজির সম্মানে জশ্নে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) পালন করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত প্রাপ্ত হবো। পবিত্র ঈদে-এ মিলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি মাওলানা ইউনুস কাদেরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলী আজগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট সভাপতি অধ্যক্ষ সালাহ খালেদ,কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ, এম শওকত, দৈনিক মানবজমিনের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন, আহলে সুন্নত ওয়াল জামাত কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চিশতী,পেকুয়া উপজেলা ঈদে-এ মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকের হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিক আকবর মেহেরী,পেকুয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াবুল হক জিকু,চেয়ারম্যান প্রার্থী ওমর রিয়াজ চৌধুরী, এড,রাশেদুল কবির, যুবসেনার সভাপতি ফোরকান,ছাত্রসেনার সভাপতি এনামুল হক, মোর্শেদুল হক কাদেরী সহ তিন হাজারের মত মুসল্লীরা উপস্থিত ছিলেন।