রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক চকরিয়া উপজেলার প্রশাসনের জায়গা দখলে নিল আদালত ভবনের কর্মচারী ও আইনজীবিরাঃহেনস্তা হলো সাংবাদিক রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে “বনেক” কক্সবাজারে “কনসাল্টেটিভ মিটিং উইথ স্টেকহোল্ডারস টু এনশিউর ইকোনমিক ইন্টিগ্রেশন ফর দি হিউম্যান ট্র্যাফিকিং সারভাইভারস” শীর্ষক সভা অনুষ্ঠিত সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন আজীবন অবাঞ্ছিত ঘোষণা কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, সম্পাদক সহ তিন চিকিৎসক।

পেকুয়ায় ৭ম শ্রেনীর ছাত্রী সুমির বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২০২ বার পঠিত

শাহাদাত হোছাইন

পেকুয়ায় বিয়ে হচ্ছে স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া জন্নাত সুমির (১৪)। অপ্রাপ্ত বয়ষ্ক কিশোরী ওই স্কুল ছাত্রীকে বিয়ের পিঁড়িতে বসাতে ঠিকফর্দ চুড়ান্ত হয়েছে। সুমাইয়া জন্নাত সুমি রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাতবরপাড়ার সৌদিপ্রবাসী রুস্তম আলীর মেয়ে। মেয়েটি রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সুত্রে জানা গেছে, সুমাইয়া জন্নাত সুমির বিয়ে চুড়ান্ত হয়ে গেছে। আগামী শুক্রবার (২৯ অক্টোবর) সুমির বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। বরের নাম আজমগীর। বর প্রাপ্ত বয়ষ্ক। পাশাপাশি বর রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারের একজন ব্যবসায়ী। ধনাঢ্য ব্যবসায়ীকে হবু বর হিসেবে পেয়ে মেয়েটির মা-বাবা তাকে বিয়ের পিঁড়িতে বসাতে অনেকটা বাধ্য করছে বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছেন। সুমাইয়া জন্নাত সুমি বয়সে কিশোরী। এখনো বিয়ের মতো বয়স মেয়েটির হয়নি। অভিভাবকরা মেধাবী ওই ছাত্রীকে বাল্য বিয়ে বাধ্য করছেন বলে স্থানীয়রা দাবী করছেন। বর আজমগীরের বাড়ি একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, স্কুল ছাত্রী সুমাইয়া জন্নাত সুমি ও আরবশাহ বাজারের ব্যবসায়ী আজমগীরের বিয়ে হতে গত কিছু দিন আগে দুই পরিবারের সম্মতিতে এনগেইজমেন্ট হয়েছে। পাত্রী দেখাদেখির সময় বরপক্ষ কনেকে উপহার সামগ্রীও পৌছিয়ে দেন। শুক্রবার ২৯ অক্টোবর বিয়ের আনুষ্টানিকতার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সুমাইয়া জন্নাত সুমি রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। এ সংক্রান্ত তথ্য জানতে এ প্রতিবেদক বুধবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন। তথ্য সংগ্রহের সময় দেখা গেছে, সুমাইয়া জন্নাত সুমি ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে অধ্যয়নরত। ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর খ শাখার ছাত্রী সুমি। তার রোল নং ৯৫। ২০১৯ সালে সুমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বয়স ১৪ বছর। সুমির মা নাসিমা বেগম জানান, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক নন। বয়স ১৮ বছর পূর্ন হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নিয়েছি। ১৮ বছর বয়স হয়েছে এমন সনদটি খতিয়ে চাওয়া হলে তবে তারা সনদটি দেখাতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আসলে বয়স হয়নি। আমাদের ধারণা মেয়েটিকে বিয়ে দিতে তারা জাল জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করে। সেটি উপস্থাপন করে কাবিন সম্পাদন করবে। ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছৈয়দুল আলম জানান, এখানে সুমি নামে অনেক মেয়ে রয়েছে। এখন কোন সুমির বিয়ে হচ্ছে সে বিষয়ে আমরা ওয়াকিফহাল নই। অফিস সহকারী এখানে নেই। তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ইউসুফ বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। আমরা বিয়ের বিষয়টি খতিয়ে দেখবো। আমাদের কোন ছাত্রী বাল্য বিয়ের মতো জটিল পরিস্থিতিতে পড়বে সেটি আমরা মোটেই সমর্থন করবো না। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান, কোন অবস্থাতেই বাল্য বিয়ে হবেনা। এটি সামাজিক অবক্ষয়। আপনারা আমাকে তথ্যগুলো দেন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs