পেকুয়া প্রতিনিধি।
স্বামী হার্টের রোগী, আয় রোজগারের পথ বন্ধ, বড় ছেলে রাকিবুল ইসলাম ৪র্থ শ্রেণিতে পড়েন,ছোট মেয়ে ইরশাত জাহান আখি,আরেক ছেলে রবিউল হোসাইন শাওন এখনো ছোট ।নিজে কোন জায়গা না থাকায় রাস্তার পাশে খালের চরে পলিথিন ও বাঁশ দিয়ে একটি কুড়ে ঘর নির্মাণ করেন। রাস্তা সংস্কারের ফলে ঘরে অর্ধেক ভেঙ্গে ফেলা হয়। কনকনে ঠান্ডা ও উষ্ণ হওয়ায়
তিনি শিশু এবং অসুস্থ স্বামী নিয়ে রাত্রী যাপন করেন শাকিলা।
বলছি হতভাগা এক নারীর অবস্থা। তিনি কক্সবাজারে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকার ইউনুসের স্ত্রী শাকিলা আক্তার। ঘর এমন ঝুঁকি পূর্ণ যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে। অনেক সম্পদশালী ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেলেও তিনি সে ঘর থেকে বঞ্চিত।
সরজমিন গিয়ে দেখা যায়, বাবুই পাখি ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করে ঠিক এই মহিলা খনখনে শীতের হাওয়ায় ছোট্ট একটা ঘরে বসবাস করে আসতেছে হতদরিদ্র এই পরিবার। এই পরিবারের এক মাত্র আয়ের উৎস স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়েছে পড়ে আছে। এই দরিদ্র দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম হতে হচ্ছে তাদের।
শাকিলা বলেন, আমার স্বামী অসুস্থ,তাই রোজগার বন্ধ, আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।