পেকুয়া প্রতিনিধি।।
গভীর রাতে শেষ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন যাত্রা। সন্তানদের সামনে সন্ত্রাসীদের গুলিতে মুহুর্তেই লাশ হলো মা সেলিনা আক্তার। রবিবার(১১ এপ্রিল) মধ্যরাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধমাঝির ঘোনা এলাকায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের শিক্ষার্থী নাজমুস সাকিব ও একই এলাকার সাইফুল ইসলাম। এদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এসময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে নিহতের স্বামী ফরিদুল আলম বলেন,চাচাত ভাই নুরুল ইসলামের জমিতে সন্ত্রাসীরা জবরদখল করে ঘর নির্মাণ করে। পরে সন্ত্রাসীরা নীজের গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নিহতের ছেলে বলেন, একই এলাকার সন্ত্রাসী আব্দুল আল মামুনের নেতৃত্বে মফিজ ও মাহমুদুল করিম তার মাকে গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার প্রভাবশালী আকতার জামান চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য আবু ছৈয়দ টুকুর ইন্দনে এ ঘটনা ঘটে।
এবিষয়ে পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দুজনকে আটক করেছে।