পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুমপাড়ার অদুরে সরকারি সংরক্ষিত বনাঞ্চলের নকশা খোলা,লামার ঢুইল্যার ঝিরি,জোকখোলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত (৫০,০০০হাজার)ঘনফুট বালু জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। এসময় টইটং বিট কর্মকর্তা ও স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন। আজ সকাল ১০টার দিকে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সুত্র জানা যায়, বিটের সংরক্ষিত বনের ভিতর গত মৌসুমে অবৈধ ভাবে উত্তোলিত বালুর মজুদ জব্দ করা হয়। এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারি, পাহাড় কাটাসিন্ডিকেট,ইটভাটা ও করাতকল পরিচালনাকারিদের বিরুদ্ধে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।’