পেকুয়া সংবাদদাতা
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের
শেখের কিল্লা ঘোনা মৃত হাজ্বী গোরা মিয়ার পুত্র আমির হোছাইনের ক্রয় করা জায়গার উপর রাতে অবৈধভাবে ঘর নির্মাণ করতে নিষেধ করলে প্রতিপক্ষ তাঁর উপর হামলা চালায়। ৯ অক্টোবর দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার আদর্শ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শেখের কিল্লা ঘোণা এলাকার মৃত বজল আহমদের পুত্র জামাল হোসাইন(৫৫), জয়নাল আবেদীন(৩৫), নেজাম উদ্দিন (৩০) জামাল হোছাইনের পুত্র মোঃ তারেক(২৩) সহ কয়েক জন মিলে এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমির হোসাইনের ক্রয়কৃত জমিতে রাতের অন্ধকারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করতে এই আমরা এলাকার লোকজন দেখলে আমির হোসাইনকে খবর দেয়। তখন তিনি এই কাজে লোকজন নিয়ে বাঁধা দিলে তাদের উপর হামলা করা হয়। পরে ঘটনা স্থানে পুলিশ আসে। এই বিষয়ে আহত আমির হোসাইন বলেন,আমি নাছির উদ্দীনের কাছ থেকে ১৮১৪ রেজিস্ট্রার দলিল মূলে জমি ক্রয় করি। আমার নামে জমাভাগ খতিয়ানও হয়। ওই জায়গা আমার দখলেও আছে কিন্তু গতরাতে জামাল হোসাইন(৫৫), জয়নাল আবেদীন(৩৫), নেজাম উদ্দিন (৩০) জামাল হোছাইনের পুত্র মোঃ তারেক(২৩) সহ কয়েক জন মিলে এই জায়গায় একটি ঘর নির্মাণ করতে চাইছিল। আমি খবর পেয়ে ঘটনা স্থলে গেলে
আমাকে দেখা মাত্র হামলা করে আহত করে। পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,আমি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।