পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া টেকপাড়া বেড়িবাঁধের পাশে সমুদ্রের চরে স্কেভেটর দিয়ে মাটি কেটে অবৈধভাবে চর দখল করে আসছে একটি ভূমি দস্যু সিন্ডিকেট। পাশেবর্তী চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল করিমের পুত্র সাহাব উদ্দীন(প্রকাশ ডাকাত সাহাব উদ্দীন) একই এলাকার আবদুল কাদেরের পুত্র দিদার,একই ইউপির ৩নং ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোক্তার আহমদ সহ একটি ভূমি দস্যু গ্রুপ জড়িত হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, টেকপাড়া বেড়িবাঁধের দক্ষিণ পাশে সমুদ্রের মাঝখানে স্কেভেটর দিয়ে মাটি কেটে লিংক বাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে চিংড়ি ঘের তৈরী করছে এসব ভূমি দস্যুরা।এদের নেতৃত্ব দিচ্ছেন সাহাব উদ্দীন,ও দিদার এবং মোক্তার আহমদ। এ ছাড়া বিভিন্ন সময় টেকপাড়ার লোকজনের কাছ থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তাঁরা। উজানটিয়া সুন্দরী পাড়া এলাকার গিয়াস উদ্দিন, আমির উদ্দীন বলেন,বদরখালী থেকে সন্ত্রাসীরা উজানটিয়ায় এসে দখল বেদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাঁরা চুরি ডাকাতি ঘটনা ঘটিয়ে থাকে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী বলেন,”আমি এসডিও (রাশেদ)কে বলে দিচ্ছি ওনি ব্যবস্থা নিবে “।