আমিরুল ইসলাম রাশেদ:
একতা বাজার হয়ে পেকুয়া মগনামা বানৌজা শেখ হাসিনা মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই সড়কে যে বৈদ্যুতিক খুঁটি ছিল তা এখনো পযর্ন্ত সরানো হয়নি। পথচারীরা চলাচল করছে বিপদজনক ঝুঁকি নিয়ে । তার ছেয়ে বেশি ঝুঁকি গাড়ি চলাচলে।এই শীতকালীন কুয়াশায়,যে, কোন মুহূর্তে ঘটে যেতে পারে দূর্ঘটনা । কে নেবে এই দূর্ঘটনার দায়???
সরজমিন গিয়ে দেখা যায়,বানৌজ শেখ হাসিনা সাব-মেরিন ঘাটির প্রধান সড়ক। বানৌজা শেখ হাসিনা সড়ক পেকুয়া চৌমুহনীর পশ্চিম পাশ থেকে,পেকুয়া বাজার, হয়ে ভুল্যাইয়া ঘোনাসহ গুরুত্বপূর্ণ স্থানে রাস্থার উপরে বৈদ্যুতিক খুঁটির দেখা মিলে
রিকশা চালক জসিম বলেন,”এই শীতকালে কুয়াশার কারণে সন্ধ্যা পর থেকে রাস্তা দেখা যায় না। যে,কোন মুহূর্তে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক খুঁটি সরানো হয়”।
এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি,পেকুয়া সাব-জোনাল অফিসের ম্যানেজার দিপন চৌধুরী বলেন,”এই আমাদের নজরে আছে, শীঘ্রই অপসারণ করা হবে”।