পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের অভিযানে ফৌজদারি মামলার দুই আসামী গ্রেফতার করা হয়েছে।
২০ অক্টোবর সকাল ১০টার দিকে পেকুয়া থানার উপ পরিদর্শক আশরাফের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর ইউনিয়নে কলেজ মার্কেট থেকে নাছির উদ্দীন (৫০),ও আমির হোছাইন (৪০)কে গ্রেফতার করা হয়।
নাছির উদ্দীন সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র। আমির হোছাইন রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকার গুরা মিয়ার পুত্র।
উল্লেখ যে, ০৮ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের আদর্শ পাড়া এলাকায় মৃত বজল আহমদের পুত্রদের বাড়িতে, হামলা,ভাংচুর, অগ্নি সংযোগ করা হয়। বজল আহমদ পুত্র নেজামুল ইসলাম সহ কয়েক জন গুরুতর আহত হয়।
এই ঘটনায় ১২ অক্টোবর নেজামুল ইসলাম বাদী হয়ে নাছির উদ্দীন, আমির হোছাইন,সহ ১০জনের বিরুদ্ধে বিজ্ঞ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী দরখাস্তের আবেদন করলে বিজ্ঞ আদালত পেকুয়া থানাকে নিয়মিত মামলা হিসাবে রুজু করার নির্দেশ দেন। যার মামলা নং পেকুয়া থানা ০৫, ১৫/১০/২০২১ ইংরেজি।
আহত নেজাম উদ্দিন বলেন,ওই দিন আমাদের নির্মাণাধীন বাড়িতে মধ্যেরাতে নাছির, আমিরের নেতৃত্ব এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দা, কিরিচ, অস্ত্রেসজ্জিত হয়ে গুলি করে আমার পরিবারের লোকজনকে নির্মম ভাবে মারধর করে আহত করে এবং আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার উপ পরিদর্শক (এস আই) আশরাফ বলেন,’নাছির উদ্দীন,আমির হোছাইন নামে নিয়মিত মামলার দুই আসামী গ্রেফতার করেছি আদালাতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।