শাহাদাত হোছাইন ,পেকুয়া।
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা মনি (৫) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৬জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। সিদরাতুল মুনতাহা মনি একই এলাকার মো.ইসমাইলের কন্যা।
পরিবার সুত্রে জানা যায়,সোমবার সকালে সিদরাতুল মুনতাহা বাড়ির উঠানে প্রতিদিনের মত খেলছিলো। সবার অগোচরে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় মুনতাহা।
নিহত শিশুর পিতা মো. ইসমাইল জানান, সকালে মেয়ে বাড়ির উঠানে খেলছিল। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করি। বাড়ির পেছনে একটি পুকুরে তাকে ভাসমান অবস্থান দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে শিশু কন্যা সিদরাতুল মুনতাহা মনির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
ইউপি সদস্য শাহ জামাল শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।