পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা আফরিন নিহা(২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। রবিবার (১৯ সেপ্টম্বর ) বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা ৮নং ওয়ার্ডের বলির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা আফরিন নিহা একই এলাকার মো.মোবারকের কন্যা। পরিবার সুত্রে জানা যায়,রবিবার বিকেল আনুমানিক পৌনে তিনটার দিকে ফাতেমা আফরিন নিহা প্রতিদনের ন্যায় বাড়িতে খেলছিল । সবার অগোচরে পার্শ্ববর্তী বাড়ির পুকুরে পড়ে যায় নিহা। নিহত শিশুর মা জানান, বিকেলে মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী খোলা মাঠে ছাগল ছড়াতে দেওয়ার পর ,বাড়ি ফিরে নিহাকে বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করি। বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে বলির পাড়া ষ্টেশন পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিশু কন্যা ফাতেমা আফরিন নিহার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।