পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পর্শে ছৈয়দুল হক (৫৫)নামের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামার ঠান্ডাবর পাড়ায় নিজস্ব মুদির দোকানে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৌলানা মনির আমদের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার দিন দুপুরে ছৈয়দুল হক তাঁর মালিকানাধীন একটি মুদির দোকানে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করার সময় সে বিদ্যুতষ্পৃষ্ট হয়। এ সময় সে ছিটকে পড়ে ঘটনাস্থলে জ্ঞান হারান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করেন। কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। জানাযায়, নিহত ছৈয়দুল হক কয়েক বছর পূর্বে বিদেশ থেকে দেশে আসেন। এরপর থেকে জীবিকার তাগিদে ব্যাটারী চালিত মিনি টমটম চলিয়ে একটি মুদির দোকান দেয়। মুদির দোকানে প্রাণ গেল তার। স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল সিকদার বলেন, সকালে প্রতিদিনের মত দোকানে যায় ছৈয়দুল হক । দোকানে বৈদ্যুতি তাঁর মেরামত করার সময় অসাবধানতায় হঠাৎ বিদ্যুতষ্পর্শে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউপি ইউপি সদস্য মোঃ ইসমাইল সিকদার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।