জিয়াউল হক জিয়া।
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহের নামা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দুই শতজন দিন মজুর ও হত দরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখা হাসিনার দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, চকরিয়া পেকুয়ার এমপি জাফর আলম এমএ, এডিসি (রাজস্ব) মোঃ আবু সুফিয়ান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভূমি) মিকী মার্মা, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ডা. সাবের আহমদ, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
প্রতিজনকে ২০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি চিনি, ১ কেজি সেমাই, ২ কেজি তৈল, ১ প্যাকেট খেজুরী, ২শত ৫০ গ্রাম দুধ ও ১টি করে মাস্ক প্রদান করা হয়। এমপি জাফর আলম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পক্ষে ছিল থাকবে।