আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া।
কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউনিয়নের পুর্ব ভারুয়াখালী এলাকায় বনবিভাগের রিজার্ভ ভুমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনকর্তৃপক্ষ। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বনবিভাগের লোকজন সদ্য নির্মিত পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।
জানাগেছে, পুর্ব ভারুয়াখালী এলাকায় বনবিভাগের সংরক্ষিত জায়গায় পাহাড় ঘেষে গড়ে তুলেছে একটি অবৈধ পাকা স্থাপনা। ওই এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার কয়েকদিন ধরে একটি পাকা স্থাপনা নির্মাণকাজ চলমান রাখে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সম্প্রতি বনবিভাগের রিজার্ভ জায়গায় অবৈধ পাকা স্থাপনা নির্মান করে একটি প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে আমরা তা গুঁড়িয়ে দিয়েছি। এরপরও যদি পাহাড় কাটা ও ঘর নির্মাণ অব্যাহত রাখে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।