আমিরুল ইসলাম রাশেদ:
কক্সবাজারের পেকুয়ায় হাত-পায়ের রগ কেটে মোহছেনা আক্তার(৩৭) নামের এক নারীকে হত্যার ঘটনায় জড়িত তার কথিত স্বামী মোঃ রিদুয়ান ও তার সহযোগী মোঃ সুজন নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিহত নারীর ছেলে মোঃ আরিফ বাদী হয়ে কথিত স্বামী মোঃ রিদুয়ান সহ উল্লেখ পূর্বক ৫/৬ জনকে আসামী করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রিদুয়ান ও আরিফ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিম পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ বছর ৭ মাস আগে মোহছেনা আক্তারের স্বামী মালয়েশিয়ায় মারা যায়। রিদুয়ান ও মালয়েশিয়ায় এক সাথে থাকত। ওই সময় মোহছেনার সাথে পরিচয় হয় তার সাথে। পরে রিদুয়ান মালয়েশিয়া থেকে দেশে চলে আসলে মোহছেনার সাথে সখ্যতা গড়ে উঠে। স্বামীর পাওনা আড়াই লাখ ও মোহছেনা কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া আড়াইসহ ৫ লক্ষ টাকা পাওনা রয়েছে রিদুয়ানের কাছ থেকে। সোমবার দিবাগত রাতে রিদুয়ান ওই টাকা দিবে বলে কক্সবাজার থেকে পেকুয়ায় ডেকে এনে তার সহযোগী সুজনের সহযোগীতায় বিলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম। এসময় পেকুয়া থানার পরিদর্শক ( তদন্ত ) কানন সরকার, অপারেশন অফিসার মোজাম্মেল হোসেন ও র্যাবের একটি টিম অভিযানে অংশ নেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ছুরিকাঘাত করে নারীকে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় তার স্বামী মোঃ রিদুয়ানসহ ৫/৬ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে রিদুয়ান ও তার সহযোগীকে গ্রেফতার করেন।