স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
দীর্ঘদিন তীব্র তাপদাহের মধ্যে কক্সবাজারের পেকুয়ায় হঠাৎ ভোরে বজ্রপাত সহ বৃষ্টি নামে।বৃষ্টি থেকে লবণ কুড়িয়ে জমাট করে বাঁচাতে গিয়ে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামের ২ লবণ-চাষীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নের এঘটনা ঘটেছে।
নিহত-মৃত দিদারুল ইসলাম(২৯) মগনামা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে ও মোঃ আরাফাত (২২) রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া এলাকার মোঃ জামালের ছেলে।
মৃত্যুের বিষয়টি নিশ্চিত করেন মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুচ চৌধুরী ও রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।তারা বলেন,ভোরে বৃষ্টিপাতের আশংকা দেখা দিলে মগনামার দিদার ও রাজাখালীর আরাফাত পৃথক দু’টি স্হানে হলেও স্ব-স্ব এলাকা লবণ মাঠে বৃষ্টি থেকে ফুটানো লবণ বাঁচানোর উদ্দেশ্য কুড়ানো শুরু করে।এমতাবস্থায় তারা দু’জনই পৃথকস্হানে বজ্রপাতে শিকার হয়ে অজ্ঞান হয়ে পড়ে।পরে নিহতের ভাই ও পাশ্ববর্তী চাষিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।