বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে। নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন  জয় কারাতে একাডেমির কমিটি সংস্কার: দায়িত্বে মুকুল, আবছার, জয়দেব শীর্ষ ৬ দালালের নিয়ন্ত্রণে কক্সবাজারের পতিতা ব্যবসা

পেকুয়ায় “ফেইসবুকে” অপপ্রচার বৈঠক ডেকে প্রতিবাদ জানাল জনপ্রতিনিধিরা

পেকুয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৬৭ বার পঠিত

কক্সবাজারের পেকুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেইসবুকের” অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাল জনপ্রতিনিধিরা। “বাহার উদ্দিন” নামক একটি ফেইসবুক আইডি থেকে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ‘মেম্বার চেয়ারম্যানদের ধোকা দিল মোখা’ ত্রাণ লুটের আশা পূরণ হলো না তাদের এমন একটি পোস্ট ওই আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাহার উদ্দিন নামক আইডি থেকে জনপ্রতিনিধিদের নিয়ে বিভ্রান্তি ও মানহানিকর পোস্ট দেওয়া হয়েছে। এ খবর পেকুয়ায় চাউর হয়। জনপ্রতিনিধিরা এমন মানহানিকর ফেইসবুক স্ট্যাটাস নিয়ে অবগত হন। এর প্রতিবাদে জরুরী বৈঠক ডাকেন পেকুয়ার নির্বাচিত জনপ্রতিনিধিগন। ‘মেম্বার চেয়ারম্যানদের ধোকা দিল মোখা’ শীর্ষক ফেইসবুক পোস্টের প্রতিবাদ জানাতে জরুরী বৈঠকে মিলিত হন জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা। ১৬ মে (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে পেকুয়ায় চেয়ারম্যান এসোসিয়েশন ও মেম্বার এসোসিয়েশন এর উদ্যোগে যৌথ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এসোসিয়েশনের সাধারন সম্পাদক, উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম, তোফাজ্জল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মগনামা ইউপির চেয়ারম্যান মো: ইউনুছ চৌধুরী, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম, মেম্বার এসোসিয়েশন পেকুয়ার সভাপতি, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজী সাহাব উদ্দিন, সাধারন সম্পাদক, উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান এম, ওসমান গণি, টইটং ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রোজিনা বেগম, আয়েশা বেগম, মগনামা ইউপির নারী সদস্য মনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশাহ মিয়া, শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আবদু সামাদ, নারী সদস্য তাহেরা বেগম, পেকুয়া সদরের ইউপি সদস্য মো: সাজ্জাদ, মো: ফোরকান, নুরুল আজিম, বারবাকিয়ার প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম, রাজাখালীর নারী সদস্য ছেনুয়ারা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, সদর ইউপির চেয়ারম্যান এম, বাহাদুর শাহ। এ ছাড়াও মেম্বার এসোসিয়েশন পেকুয়ার সর্বস্তরের জনপ্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে চেয়ারম্যান এসোসিয়েশন পেকুয়ার সভাপতি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, প্রবল ঘুর্ণিঝড় ‘মোখা’ এর প্রভাব থেকে বাঁচতে মানুষ প্রাণ নিয়ে ছুটাছুটি করছে। সম্পদ ও প্রাণ রক্ষার জন্য উপকুলের হাজার হাজার মানুষ প্রাণপন সংগ্রাম করেছে। আমরা খুবই আতংকের মধ্যে ছিলাম। মানুষের জানমাল রক্ষার জন্য আমরা জনপ্রতিনিধিরা মহাবিপদ সংকেতের সময় মানুষের দ্বারে গিয়েছি। জনগনকে সচেতন করার পাশাপাশি নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কাজ করেছি। জনগনের ভোটে আমরা নির্বাচিত। জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা করা জনপ্রতিনিধিদের কাজ। আমরা কখনো কর্তব্যবিমুঢ় হয়নি। দায়বদ্ধতা থেকে জনগনের সেবা করা জনপ্রতিনিধিদের কাজ। বাহার উদ্দিন নামক আইডিতে নিকৃষ্ট একটি পোস্ট দেখে আমরা বিস্মিত হয়েছি। জনগনের প্রতিনিধিদের এ ভাবে হেয় করার অধিকার কি কাউকে এভাবে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাতে বৈঠক করেছি। উজানটিয়ার চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, কারো মান সম্মান নিয়ে এ ভাবে টানা হ্যাচড়া করা যায়না। আমরাতো জনপ্রতিনিধি। আমি মনে করি আমাদেরকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ইউপি সদস্য সাজ্জাদ জানান, মোখা নিয়ে আমাদেরকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার অত্যন্ত ঘৃণিত। প্যানেল চেয়ারম্যান হাজী সাহাব উদ্দিন জানান, আমরা অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানাতে যৌথ ঐক্যমতে পৌছেছি। প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, ফেইসবুকে লিখতে গিয়ে দায়বদ্ধতা থাকতে হবে। আমরা যদি অপরাধ করি লিখলে দোষ হবেনা। আর অপরাধ না করেও কেউ যদি সম্মানহানি করে আমরা কি বসে থাকতে পারি?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs