চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়াস্হ মালুমঘাট হাইওয়ে পুলিশের একমাত্র ভ্যান গাড়ীর উপর উল্টে পড়ল লবণ বোঝায় ট্রাক গাড়ী।তবে হতাহত না হলেও ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার পাশেই সড়কে এ র্দুঘটনা ঘটেছে।
এবিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনর্চাজ এসআই মোজাম্মেল হক বলেন,সারারাত মহাসড়কে ডিউটি শেষে ভোরে আমার থানার পুলিশ সদস্যরা থানার পাশেই এসে মহাসড়কের নিচে ভ্যান গাড়ীটি দাঁড় করিয়ে দোকানে চা-খেতে যান।এমতাবস্থায় চট্টগ্রামমূখি একটি লবণ বোঝায় ট্রাক ব্যারেক ফিল্ড হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ীর উপর পড়ে।এতে ভ্যানটির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়।পরে লবণ গাড়ীটি জব্দ করি।তারপর বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।তাই আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান একর্মকর্তা।