রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদর উপজেলা যুবদলের আওতাধীন পি.এম.খালী ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সাইফুল ইসলাম সোহাগকে আহ্বায়ক, শামসুল আলমকে সিনি: যুগ্ন—আহ্বায়ক ও বেলাল উদ্দিনকে সদস্যসচিব করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার সদর উপজেলা শাখার আহবায়ক আকতারুজ্জামান লাভলু ও সদস্য সচিব আনোয়ারুল ইসলাম টিপুর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি দেয়া হয়।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নুর সওদাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ সহ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়ন যুবদলের নতুন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ দৈনিক রূপালী সৈকতকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া একটি বড় দল। দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে।
কমিটিতে সিনিয়র যুগ্ন—আহ্বায়ক হিসেবে রয়েছেন শামসুল আলম।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন মাস্টার নুরুল আজিম, তৌহিদুল হক চৌধুরী, আকতার কামাল, কামরুল হক রুবেল, আবু তাহের মিজবাহ, খোরশেদ আলী, জাহাঙ্গীর আলম(১), আবুল কালাম, এরশাদ উল্লাহ, মোহাম্মদ রায়হান, মোক্তার সোহান।
সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম(২), রাহামত উল্লাহ। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন সাদ্দাম হোসেন, আব্দুল করিম, মোহাম্মদ রাসেল নুর, এনামুল হক, জামাল উদ্দিন, শাহাদাত হোসেন রুবে তেহেরাম উদ্দিন, মোরশেদ আলম, খালেদ মোশাররফ ছোট, আনোয়ার শাহাদাত (ডলার), বেলাল হোসেন, মোহাম্মদ জাহেদ, বেদারুল আলম, বেলাল হোসেন ও জাহাঙ্গীর আলম(৩)।
উক্ত অনুমোদিত কমিটির অধীনস্থ সকল ওয়ার্ডের কমিটি আগামী ২মাসের(৬০দিন) মধ্যে গঠন করে উপজেলা কমিটি বরাবরে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্যসচিব।