চকরিয়া প্রতিনিধিঃ
মৃত পিতার আত্মার শান্তি কামনায় ধর্মীয় অন্ত্যোষ্টিক্রিয়া সাধন করতে গিয়ে অজ্ঞাত সবজিবোঝাই পিকআপ চাপায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার(৮জানুয়ারী) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্হ মালুমঘাট নিহতের নিজ এলাকা হাসিনা পাড়ার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছের হাসিনা পাড়ার মৃত সুরেশ চন্দ্র শীলের পাঁচ পুত্র- অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)। আহতরা হলেন- রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,মৃত পিতার অন্ত্যোষ্টিক্রিয়া পালন ও সাধনের লক্ষে একই পরিবারের সদস্যরা সাদা পোশাকে পরিধানে মহাসড়কের অন্তত দুইফুট দূরে দাঁড়িয়ে ছিলেন।এমতাবস্থায় ঘাতক একটি সবজি বোঝাই পিকআপ গাড়ী এসে তাদেরকে চাপিয়ে দিয়ে দ্রুত চলে যায়।এই কারণে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি পরিকল্পিত একটি হত্যাকান্ড। ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। আহত হয় আরো এক বোনসহ আরো তিনজন।এলাকাবাসী জানান,একই পরিবারের পাচঁ সদস্যর মৃত্যূতে মহল্লায় শোকের ছাঁয়া নেমেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন বলেন,কূয়াশাচ্ছন্ন ভোরে দুর্ঘটনাটি সংঘটিত হয়।র্দূঘটনায় কবলি এলাকাটি নির্জন এলাকা। তাই ঘাতক পিকআপটিকে চাপিয়ে পালিয়ে যেতে সক্ষম। তবে কেউ গাড়ীটি শনাক্ত করতে পারেনি।বিধায় ঘাতক গাড়ীটি সহ চালককে ধরতে নানান প্রক্রিয়া কাজ চালাচ্ছি।