সংবাদদাতাঃ
সদরের পিএমখালীর ধাওনখালীতে ধানক্ষেত থেকে পরিত্যক্ত ২ টি বোমা উদ্ধার করেছে স্থানীয়রা। ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে ধান কাটার সময় বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ক্ষেতের মালিককে খবর দিলে লোকজন জড়ো হয়। ধানক্ষেতের মালিক আমান উল্লাহ জানান- কৃষকরা ধান কাটতে গিয়ে পরিত্যক্ত ২ টি বোমা দেখে খবর দিলে আমি ও লোকজন বোমা ২ টি উদ্ধার করি। বোমার ওজন ১৫/১৬ কেজি হবে বলে ধারনা। যে জায়গায় বোমা ২ টি পাওয়া গেছে জায়গাটা বৃটিশ নৌঘাটি ছিল। ধারনা করা হচ্ছে সে সময় বৃটিশ নৌবাহিনী বোমাগুলো ফেলে চলে গিয়েছিল।