বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্টান পাহাড়িকা মডেল একাডেমীতে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারী সকাল ১১ টায় শহরের পাহাড়তলিস্থ পাহাড়িকা মডেল একাডেমীর নিজস্ব কার্যালয়ে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হানিফ মিয়া। এ সময় বক্তারা নতুন বছরের প্রথম দিনে সরকারি ভাবে বই দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাহাড়িকা মডেল একাডেমীর সার্বিক সফলতা কামনা সহ শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা সহ লেখাপড়ার গুরুত্বিষয়ে আলোচনা করেন। পাহাড়িকা মডেল একাডেমী পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলার জাহেদা আক্তার,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ রফিক,সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবুল। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উদ্দে্যাক্তা সহ শিক্ষক সহ অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।