জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় পিতার অন্ত্যোষ্টিক্রিয়া শেষে বাড়ী ফেরার পথে সড়ক র্দূঘটনায় নিহত হন,একই পরিবারের পাঁচভাই।এতে আহত হন,আরো তিনজন। বুধবার (৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মালুমঘাট সোয়াজানিয়া গ্রামের নিহত পাঁচভাইয়ের বাড়ীতে এসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জেপি দেওয়ান। নগদ অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান,গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ ভাই নিহত হয়েছেন।নিহত অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা করে মোট ১লক্ষ ২৫ হাজার টাকা হস্তান্তর করছেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।এসময় আমি ছাড়াও উপস্থিত ছিলেন দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারুন-উর-রশিদ সওদাগর। উল্লেখ্য,নিহতরা হলেন-চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছের হাসিনা পাড়ার মৃত সুরেশ চন্দ্র শীলের পাঁচ পুত্র- অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)। আহতরা হলেন- রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)।