শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে সমাপনী পরীক্ষা: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

রূপালী ডেস্ক।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরীক্ষা হলেও তা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান তিনি। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শ্রেণিপাঠদান শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিকের সমাপনী হবে কি সে বিষয়ে বেশ দ্বিধায় রয়েছেন অভিভাবকরা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিয়ে কথা বলেন।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তবে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই (পরীক্ষা নেওয়া হবে)। পরীক্ষা নেওয়া হলে পুরো সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে হবে। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেবো। কয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেবো। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয়- না হয়।’ প্রতিমন্ত্রী আর বলেন, ‘স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলমান থাকবে। স্কুলগুলো খোলার প্রস্তুতি নিতে পেরেছে কিনা আপনাদের কাছে কোনও রিপোর্ট আছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বী আছে। আমরা স্কুলে টাকা দেই, স্লিপের সেই টাকা দিয়ে (সুরক্ষা উপকরণ) কিনতে বলেছি। গতকালও মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি। ’

প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs