প্রেস বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি‘র নেতৃত্বে বিদেশি ৩৪ কূটনীতিক কক্সবাজার এসেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ২৪ দেশ ও ১০ আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ কুটনৈতিক চট্টগ্রাম থেকে রেলে চড়ে আইকনিক রেলস্টেশনে পৌঁছালে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি তাঁদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় কক্সবাজার জেলা প্রশাসন, রেলওয়ে কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি, জেলা আওয়ামী লীগসহ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুটনৈতিকদের সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে আইকনিক রেলস্টেশন ঘুরে দেখেন ও ছবি তুলেন তাঁরা।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডরস্ আউট রিচ প্রোগামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ কুটনৈতিক রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,
সাইমুম সরওয়ার কমল সাংবাদিকদের জানান-
আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন চড়ে চট্টগ্রাম পৌঁছান। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন তারা। সেখান থেকে রেলে চড়ে কক্সবাজারে আসেন।
কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য কমল বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার এসে পৌঁছান কূটনীতিকরা। তাঁরা কক্সবাজার আইকনিক রেল স্টেশন দেখেছেন। এরপর মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে যান। বিকেলে মেরিন ড্রাইভ ঘুরে দেখেন ও সৈকতে সূর্যাস্ত উপভোগ করেন। কুটনৈতিকদের সম্মানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রামুর হিমছড়ি, ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান তিনি।