হায়দার নেজাম:
জেলা প্রশাসন,কক্সবাজার এর সহায়তায় পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির উপকারভোগী পরিবারের নিকট ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য গত সোমবার ১৮/০৩/২০২৪ ইংরেজি তারিখ। টিসিবির ডিলার গুলো কে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে।সূত্র জানা যায় এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টিসিবির সমস্ত ডিলার গুলো কে সতর্ক করা হয়েছে যে,কোন টিসিবির ডিলার যদি অসাধু ব্যবসায়ীর সাথে আতাত করে টিসিবির পণ্য অবৈধ ভাবে বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে তার ডিলারশীপ বাতিল করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ার করা হয় বলে ডিলাররা জানান । যে সমস্ত টিসিবির ডিলার গুলোকে টিসিবির পণ্য প্রধান করা হয়েছে উক্ত প্রতিষ্টানের নাম
যথাক্রমে:- মেসার্স জাবেদ এন্টারপ্রাইজ। ডিলারের নাম জাবেদ মোস্তফা। পণ্যবিক্রি করা হবে ঈদগাঁও এলাকা উপকারভোগীর সংখ্যা ২৪৭৫ জন। মেসার্স আসিফ এন্টারপ্রাইজ। ডিলারের নাম আবুল মন্জুর। পণ্য বিক্রি করা হবে উখিয়া কোর্ট বাজার রত্নাপালং এলাকা। উপকারভোগীর সংখ্যা ১৬৪৪৭ জন। মেসার্স নাহার রহমান ট্রেডার্স।ডিলারের নাম সাইফুল ইসলাম। পণ্য বিক্রি করা হবে টেকনাফ সাবরাং এলাকা।উপকারভোগীর সংখ্যা ২৯৮৯ জন। মেসার্স জহির এন্টারপ্রাইজ ডিলারের নাম জহির আহমেদ। উপকারভোগীর সংখ্যা ৬২৭ জন। পণ্য বিক্রি করা হবে টেকনাফ সদর এলাকা। এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় স্ব স্ব এলাকার জনগণ বা উপকারভোগীরা যদি সরকারের পক্ষ থেকে দেয়া টিসিবির পণ্য নির্ধারীত মূল্যে কিনতে না পারেন অতিসত্বর আপনাদের নিকটস্থ এলাকার ইউ এন ও বা চেয়ারম্যান মেম্বার কে অবহিত করার জন্য বলা হয়েছে।