জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাইছড়ি খালের উপর নিজ উদ্যোগে,নিজ অর্থ্যায়নে সাধারণ জনগণ পারাপারের লক্ষে কাঠের সেতু নির্মাণ করছেন,অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদর।
রবিবার (৮আগষ্ট) দুপুর দেড়টা থেকে অত্র ইউপির ৫ ও ৬নং ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহমান খালের উপর সেতু নির্মাণ করা হয়েছে।
জানতে চাইলে,ডুলাহাজারা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ যুবনেতা হাসানুল ইসলাম আদর বলেন,দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে লক্ষে আমার নিজ জন্মভূমি চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৫ ও ৬ ওয়ার্ডের সাধারণ জনগণ বগাইছড়ি খালের উপর কোন সেতু না থাকায় যাতায়াত করতে তাদের চরম র্দূভোগ পোহাতে হচ্ছে।তাই দুই ওয়ার্ডের জনগণের চলাফেরা স্বার্থে আমার নিজ উদ্যোগে, ৮০ হাজার টাকা অর্থের বিনিময়ে ১২০মিটার দৈর্ঘ্যে টেকসই কাঠের সেতু নির্মাণ কাজ করে যাচ্ছি।আমি চাই সরকারীভাবে কোন সেতু না হওয়া পর্যন্ত এই দুই ওয়ার্ডের জনগণ বর্ষার মৌসুমে কোন কষ্টের স্বীকার না হয়।সে লক্ষে কাঠের সেতু নির্মাণে জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।রিপোর্টটি লেখা পর্যন্ত কাঠের সেতু নির্মাণ কাজ চলমান আছে।
উল্লেখ,এরপূর্বেও রংমহলে,বৈরাগীখিল সড়কের খানাখন্দক ভরাট ,পূর্ব ডুমখালী ইসলামনগরে খালের উপর কাঠের সেতু নির্মাণ,বৃহত্তর ডুমখালীর প্রধান সড়কের ইট দিয়ে ২শত মিটার সড়ক সংস্কার সহ আরো অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি।