সংবাদ বিজ্ঞপ্তি
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় নারী নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযোগকারীর শাওন মনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু কিছু উশৃংখল বকাটে ছেলেরা দীর্ঘ ছয় মাস ধরে কলেজে প্রাইভেট যাবার পথে উত্ত্যক্ত করে আসছিল। এলাকার মুরব্বিরা বখাটেদের নিবৃত্ত করার চেষ্টা করলে অত্যাচার একটু কমলেও দু এক মাস আগে থেকে বকাটেদের চরিত্র পুনরায় ফুটে উঠে। বিগত ১৯/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক ৯ঃ০০ ঘটিকার সময় বাড়িতে যাওয়ার পথে মহেশখালী পৌরসভা চরপাড়া এলাকা আমান উল্লাহর পুত্র তারেক (২২),গোরকঘাটার সিকদার পাড়া এলাকার মাহবুব আলমের পুত্র মহিউদ্দিন (৩০),চরপাড়া এলাকা রওশন আলীর পুত্র সানাউল্লাহ (৩২)সহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চার সহযোগী বকাটে যুবক আমাকে উত্যক্ত করে। এ ঘটনায় অভিযোগকারি শাওন মনি বিগত ২৩/০৪/২০২১ ইং তারিখ মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করে। থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবদুল হাই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় লিখিত এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করেন। মামলা রজু হওয়ার পর থেকে আসামি ও তাদের সহযোগীরা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলে জানান অভিযোগকারী । তাই সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেফতারের ও শাস্তির দাবি জানানো হয়।