পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া পুকুরে ডুবে মোহাম্মদ মোস্তফা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউপির ১নং ওয়ার্ডের দ্বিয়াপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোসলেম উদ্দিন ও জিগারা বেগম দম্পতির ছেলে বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, শিশু মো.মোস্তফা পিতা-মাতার সাথে চট্টগ্রাম থেকে পেকুয়ায় তার নানার বাড়ি বেড়াতে আসে। নানার বাড়ির অন্যান্যা শিশুদের সাথে মোস্তফার দিন বেশ আনন্দে কাটছিলো। কিন্তু সেই আনন্দ যে তার কাল হয়ে দাড়াবে কেই বা জানতো। খেলাধুলার এক ফাঁকে বাড়ির লোকদের অগোচরে শিশু মোস্তফা একটি পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে সবাই চারপাশে খুজতে শুরু করে। কিছুক্ষণ পরেই পুকুর থেকে শিশু মোস্তফাকে পানিতে ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য নুরুল হক সাদ্দাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু মোস্তফা তার পিতা-মাতার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। খেলাধুলার এক ফাঁকে বাড়ির লোকদের অগোচরে পানিতে ডুবে মারা যায়। বিষয়টি খুবই মর্মাহত। আমি শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।