মোঃ সাইদুজ্জামান সাঈদঃ
সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
গতকাল (১৮ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী ও সদর ইউনিয়নের চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার ২১ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদকে বলেন, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরুধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার করছিল।আটকের পর তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাষ্ট্রবিরোধী অপপ্রচার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
আটককৃতরা হলো বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে এইচ এম হামিদ মাদানি (২৭) ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে অলি আহাম্মেদ (২৬)।
আর এদিকে, চাকঢালা ও বাইশারী থেকে আটক দুই জনের মধ্যে একজন হেফাজতের সমর্থক অন্যজন শিবিরের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানান।