জুবাইরুল ইসলাম জুয়েল
চট্টগ্রামের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু পাহাড়ী সন্ত্রাস বিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান,
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে গােপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসী বালুখালী নাইক্ষ্যংছড়ি রাস্তা সংলগ্ন রাবার বাগানের গহীন জঙ্গলে সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেলে অত্র এলাকায় পাহাড়টি ঘিরে কঠোর নজরদারিতে রাখেন র্যাব।
শুক্রবার (০৭ জানুয়ারি) সকাল ০৭:টার দিকে উপজেলার তুমব্রু গহীন জঙ্গলে র্যাব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল ইসলাম সরকার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতের দেহ তল্লাশি করে, জ্বালানি লাকড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকানো একনলা বন্দুক ২ টি, ৩-কোয়ার্টার বন্দুক ২ টি, দেশী পিস্তল ২ টি, বিদেশী কার্বাইন (এসএমসি) ১ টি, বিদেশী পিস্তল ১ টি, এসএমসি ম্যাগাজিন ৩ টি, বিদেশী পিস্তল ম্যাগাজিন ২ টি, এ্যামুনিশন তাজা ১২ রাউন্ড, খালি কার্তুজ ০৬ রাউন্ড উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, র্যাব।