আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আফির্সাস ক্লাবের মিলনায়তনে
সোমবার (২ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টায় আফির্সাস ক্লাবের মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,থানা’র অফিসার ইনচার্জ ওসি,মো: মাসরুরুল হক,কৃষি কর্মকর্তা মো: এনামুল হক,উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্র, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর,বাংলাদেশ জামায়াতে ইলসামী নাইক্ষ্যংছড়ি পেশাজীবী ফোরামের সভাপতি আবু সোলতান, সাধারণ সম্পাদক জাকের আহমদ, উপজেলা ছাত্র দলের সভাপতি জিয়াবুল হক জিয়া, নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সভাপতি ও শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হক, ব্যবসায়ী হায়দার কোম্পানীসহ সরকারী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন যথাযথ ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করার জন্য সকলের প্রতি আহবান করেন।
এ জাতীয় আরো খবর..