বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

নাইক্ষ্যংছড়িতে বিজিবির জব্দকৃত বার্মিজ গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষে বিজিবির ৩ সদস্যসহ আহত ৪

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। সংঘর্ষে বিজিবির তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালামী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে চোরাকারবারিদের আনা বার্মিজ গরু জব্দ করে। এসময় একদল সংঘবদ্ধ চোরাকারবারি দা ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় এবং গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে চোরাকারবারি আকতার হোসেন (পিতা-আছাদ আলী, গ্রাম-দক্ষিণ সালামী পাড়া) আহত হন। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস জানান, “সীমান্তে গরু চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। হামলায় আমাদের তিনজন সদস্য আহত হয়েছেন।”

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’–এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs