আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্র বিক্রির সময় ইস্কান্দার (১৬) নামে এক কিশোর কে আটক করেছে বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুইটি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি )মো; মাসরুরুল হকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আনোয়ার ও উপপরিদর্শক আবু সায়েম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।
গতকাল ৯ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১ টায় বাইশারী ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ১১ নং রাবার বাগান গাজী রাবার প্রসেসিং ও ইউনিট রাবার ফ্যাক্টরীর সামনে এলাকাকা থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থোয়াঙ্গাকাটা এলাকার বাসিন্দা নুরুল বাশারের পুত্র ইস্কান্দার (১৬) কে দুইটি একনলা দেশীয় তৈরি গাদা বন্দুকসহ আটক করা হয়।
সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইয়ু মারমা (৩৫) ও মোঃ রাশেল (২০) নামে আরও ২জন পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো; মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে তিনি আরও জানান, শুক্রবার ১০ জানুয়ারি সকালে আটককৃত আসামি কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পলতক আসামীদের গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।