নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়ায় গৃহহীনদের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম-দু্র্নীতি শিরোনামে দৈনিক রূপালী সৈকত পত্রিকায় প্রকাশের জের ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ভুক্তভোগী শেফা আক্তারকে টয়লেট নির্মাণ কাজে ৫ হাজার টাকা দিয়েছেন। গত সোমবার তার অফিসে শেফা আক্তার ও স্থানীয় এক ইউপি সদস্যকে সাক্ষী রেখে এ টাকা দেয়া হয়। সংবাদে তার বক্তব্য হুবহু তুলে দেয়া হল ” বড়ঘোপ ইউনিয়নের মিয়াজীর পাড়া গ্রামের মোঃ আবদুল কাদেরের স্ত্রী শেফা আকতার “অসহায় হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছি কিন্তু এই ঘর তো বসবাসের উপযুক্ত নয়। বৃষ্টি হলেই ঘরে বৃষ্টির পানি পড়ে। মেঝেতে কোন প্রকার ঢালাই দেয়া হয়নি তাই বৃষ্টি হলেই পুরো ঘর কাদায় ভরা থাকে। বিছানা পেতে শুয়ার জো থাকেনা। এখানে টয়লেট দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি বলে সংবাদে প্রকাশিত হওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস এক স্থানীয় ইউপি সদস্য আজিজ হাকিমকেসহ শেফা আক্তারকে অফিসে নিয়ে আসেন। পরে, শেফা আক্তারকে হেনস্থা করা হয় এবং সাংবাদিকদের কোন তথ্য না দেয়ার কথা বলে দ্রুত টয়লেট নির্মাণ কাজের জন্য ৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শেফা আক্তার। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস নিজের পকেট থেকে শেফা আক্তারকে ৫ হাজার টাকা দিয়েছে বলে জানান তিনি।