সরওয়ার সাকিব।
দৈনিক কক্সবাজার এর প্রকাশক ও সম্পাদক
বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কিংবদন্তি সাংবাদিক; অসংখ্য সাংবাদিকের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক রূপালী সৈকত এর সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী ৷ আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন৷
কক্সবাজারের প্রবীণ ও সাংবাদিকতার অগ্রদূত এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোক বার্তায় ফজলুল কাদের চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে জেলার সাংবাদিক মহল একজন অভিভাবক এবং কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।