নিজস্ব প্রতিবেদক:
আরব আমিরাতে নির্মমভাবে খু’ন হয়েছেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া এলাকার যুবক মো. আরিফ।
জানা যায়—মো. আরিফ পরিবারের আর্থিক সংকট দূর করতে দুই মাস আগে জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। দুবাইয়ের এক ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে তার রুমমেটের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সেই রুমমেট পিছন থেকে ধা’রা’লো রড দিয়ে তাকে আ’ঘা’ত করলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে অন্য রুমমেটরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অবশেষে আজ সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃ’ত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।