স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী র মুসলিম বাজার ও সদর উপজেলার হামজার ডেইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেন র্যাব-১৫।
রবিবার ভোররাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আব্বাস (৪০) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়ার বাসিন্দা শহর মুল্লুকের ছেলে।
মোঃ মান্না (২২) সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হামজার পাড়ার বাসিন্দা ইউসুফের ছেলে।
প্রেস ব্রিফিং থেকে জানা যায়,আব্বাস
সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীদের উপর হামলার দায়ে করা জিআর-১১৮/১৪, প্রসেস নং-২৫৭/২২, মামলাটি আদালত কর্তৃক এক বছরের জারি হয়।গ্রেফতার এড়াতে সে পলাতক থাকে।পরে খোঁজ নিয়ে তাকে মধ্যম মেধা কচ্চপিয়া মুসলিম বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও একই রাতে সদর থানার জিআর মামলা নং-৫৬ ও নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২০০০(সং-০৩) এর ৭/৯(খ) মোতাবেক শিশু অপহরণ ও ধর্ষণের চেষ্টা দায়ে করা মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ মান্না (২২) কে হামজার ডেইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।