মোঃ ওসমান গণি
কক্সবাজারের কৃতি সন্তান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ আজ ২দিনের সফরে কক্সবাজার আসছেন। আজ ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। আগামী ৬ নভেম্বর শনিবার ২ দিনের সফর শেষে করে বিকাল ৫ টা ৫৫ মিনিটের সময় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ শরীফুল আলম তানভীর প্রেরিত সফরসূচিতে জানা গেছে।উলেখ্যঃ সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার ৬ নভেম্বর সকাল ১১ টায় বাঁকখালী নদীতে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করবেন। বিকেল ৩ টায় তিনি স্থানীয় এক কর্মসূচীতে যোগ দেবেন। এর পরে কক্সবাজার ত্যাগ করবেন