এম.এ.কে.রানা,মহেশখালী:
কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর অবশেষে ৩১ দিনের মাথায় কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী জাহাজ ‘ডেকল্যান ডাফ’
কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে এসে ভিড়ে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানীর তত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানান, ইন্দোনেশিয়া থেকে প্রায় ৭০ হাজার মেট্রিকটন কয়লা এসেছে মাতারবাড়ীতে। এতে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনে সঞ্চার পরিলক্ষিত হচ্ছে। জাহাজের সমস্ত কয়লা নামাতে কয়েক দিন সময় লাগতে পারে।
তিনি জানান, কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকা ১২শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট চালু করা সম্ভব হবে। আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শরু করে তা জাতীয় গ্রীডে যোগ করতে পারার আশা করছেন এই কর্মকর্তা।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি নাজমুল হক জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া ৩১ দিন পর্যন্ত আমরা কেন্দ্রের বিভিন্ন ইউনিট মেইন্টেনেন্স শেষ করে এত অল্প সময়ে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে সক্ষম হয়েছি, কয়েকদিনের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদনে যাব।
এ জাতীয় আরো খবর..