নিজস্ব প্রতিবেদক:
‘আমি রোজাদার আমায় মেরো না ‘এমন প্রাণভিক্ষা চেয়েও সন্ত্রাসীদের হাতে রেহায় না পাওয়া সেই মোরশেদ আলী পরিবার বিচারের খুঁজে এখনো ঘুরছে আদালতের বারান্দায় বারান্দায় । আলোচিত সেই ঘটনার প্রায় ২ বছর হতে চলছে এখনো মোরশেদ আলীর হত্যামামলার আসামিরা জনসম্মুখে ঘুরে বেড়িয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় রাজনৈতিক সভা, মিছিল কিংবা মিটিংয়ে তাদের উপস্থিতি রয়েছে এমন অভিযোগ করেছে মোরশেদ আলীর পরিবার। যার ফলে এখনো আতংক কাটিয়ে উঠতে পারেনি মোরশেদ আলীর স্বজনেরা। এখনো আশায় আছে” বাবা ফিরবে” এমন আশায় নিহত মোরশেদের অবুঝ কন্যা শিশুরা।
গত ২০২২ সালের ৭ এপ্রিল রোযার মাসে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে দিনদুপুরে সন্ত্রাসীদের হাতে নিহত হয় মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলি। আলোচিত মোরশেদ আলীকে হত্যার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু নানাকারণে অনেকে জামিনে এসে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে,আবার অনেকে জাল জালিয়াতী করে বিদেশে পাড়ি দিয়ে এখনো ধরাছোঁয়ার বাহিরে আসামিরা।
মোরশেদের ছোট ভাই জাহেদ আলী জানায়,ঘটনার পরপরই হত্যা মামলার আসামিরা এলাকায় ছাড়লেও কয়েক মাস আগ থেকে জামিনে বেরিয়ে এলাকায় অবস্থান করে দাপিয়ে বেড়াচ্ছে। এর ফলে চরম জীবন ঝুঁকিতে পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি আরো জানায় হত্যা মামলার সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা।
এদিকে আলোচিত মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী হত্যা মামলার চার্জ গঠন হয়েছে গত (১২ মার্চ) মঙ্গলবার। সিনিয়র জেলা ও দায়রা জজ কক্সবাজার মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে মোরশেদ হত্যা মামলার ২৭ আসামির মধ্যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য্য হয়। সূত্রে জানা যায়, বাকি ২ আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় শিশু আদালতে তাদের বিচার হবে। ২০২৩ সালের (৩১ মে) তারিখে আলোচিত এই মামলার অভিযোগপত্র জমা দেয়া হয় আদালতে।
উল্লেখ্য, ২০২২ সালের (৭ এপ্রিল) রমজান মাসে বিকাল সাড়ে ৪টার দিকে জমির পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে মোর্শেদ আলীকে দিনদুপুরে প্রকাশ্যে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়। জানা যায়, ইফতার কিনতে পিএমখালীর চেরাংঘর বাজারে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা মোর্শেদ আলীকে কুপিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওইদিন রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরশেদ আলী। পরে ২০২২ সালের ৯ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।