বার্তা পরিবেশক:
রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসিদের নিয়ে “”দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরাম” (DMPF) নামের একটি সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। গত ২৩ জুন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে উক্ত ফোরামের আত্মপ্রকাশ করা হয়। পাশাপাশি ওই সংগঠনের তের সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সকলেই প্রবাসি।
কমিটিতে মোহাম্মদ রবিউল আলমকে আহবায়ক,
মোঃ আব্দুস সবুর খানেক সিনিয়র যুগ্ন আহবায়ক, রেজাউল করিম মিছবাহকে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মোহাম্মদ রফিকুল ইসলাম- যুগ্ন আহাবায়ক, মোহাম্মদ আমান- যুগ্ন আহাবায়ক,নেজাম খান (নয়ন)- যুগ্ন আহাবায়ক,
মঈন উদ্দীন (মাহি)-যুগ্ন আহাবায়ক, মোহাম্মদ মুছা রুহল্লাহ- যুগ্ন আহাবায়ক, মোহাম্মদ, মুজিব- সদস্য,মোহাম্মদ মাহবুব- সদস্য ও মোহাম্মদ হেলাল-
সদস্য মোহাম্মদ, ওসমান মোহাম্মদ সিরাজুল সদস্য করা হয়।
দক্ষিণ মিঠাছড়ি প্রবাসি ফোরামের আহবায়ক মোহাম্মদ রবিউল আলম বলেন- রামু দক্ষিণ মিঠাছড়ির বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসিদের নিয়ে গঠিত উক্ত ফোরাম একটি সামাজিক প্লাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি সকলের দোয়া ও ভালোবাসা সহযোগিতা কামনা করেন।