এম.এ.কে.রানা,মহেশখালী(কক্সবাজার)সংবাদদাতা:
ঢাকায় ভাটারা এলাকার একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে চারজন দগ্ধ হওয়ার পর তাদের মধ্যে আব্দুল মান্নান (৫৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৩ জন মারা গেলেন।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী থেকে আবদুল মান্নান মেয়ে রক্সি আক্তারের মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার করাতেই ঢাকায় যান পরিবারের ৫ সদস্য। সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায়। গত সোমবার (১০ জুন) সন্ধ্যায় ওই বাসায় এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে আব্দুল মান্নান, তার দুই মেয়ে, এক নাতিসহ পরিবারের ৪ সদস্য দগ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। তাঁদের প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
১৫ জুন (শনিবার) দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যায়।
এর আগে গত বুধবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মান্নান এর নাতি শিশু আয়ান (৩), বৃহস্পতিবার বিকাল ৪ টায় আবদুল মান্নান এর মেয়ে ফুতু আক্তারের এর মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবদুল মান্নান ছেলে রিদুয়ান রাজ।
পরিবার সূত্রে জানা যায়, আবদুল মন্নানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন আব্দুল মান্নান মেয়ে রক্সি আক্তার। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।তার অবস্থাও আশংকাজনক বলে জানান।
উল্লেখ আজ শনিবার সকাল ১০ টায় মাতারবাড়ী তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে শিশু আয়ান ও ফুতু আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন পরিবার।