এম.এ.কে.রানা, মহেশখালী,কক্সবাজার::
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ তিন বছর বয়সী শিশু আয়ান মারা গেছে।
বুধবার (১২ জুন) রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়ান।
কক্সবাজার থেকে রক্সি আক্তারের মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার করাতেই ঢাকায় যান রক্সি আক্তারসহ পরিবারের ৫ সদস্য। বাসা ভাড়া নিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায়। গত সোমবার (১০ জুন) সন্ধ্যায় ওই বাসায় এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় শিশু আয়ান (৩), তার নানা আব্দুল মান্নান (৫৫), মা রক্সি আক্তার (২৩), খালা ফুতু আক্তার (২০)। তাদের বাড়ি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিতা মাঝির পাড়া এলাকায়।
রক্সির দেবর আহমদ মোস্তফা জানান, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। কক্ষে এসি চালানো ছিল। বিদ্যুৎ চলে এলে হঠাৎ এসিতে বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। তাঁদের প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জানা যায়, শিশু আয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ ভোরে সে মারা যায়। রক্সির শরীরের ৫৫ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ ও আবদুল মন্নানের শরীরের ৫০ শতাংশ পুড়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।