বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি: সালাহ্ উদ্দিন আহমেদ

রূপালী সৈকত ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রূপালী সৈকত ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ। তিনি যদি একান্তই ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করতে অপারগ হন, রাষ্ট্র তো বসে থাকবে না।

শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, বিষয়টা বিস্তারিত বলতে চাই না। কারণ তিনি ইতিপূর্বে একবার একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ১/১১-এর সরকারের সময়। কিছুদিন পরই উনি ওখান থেকে সরে এসেছেন। আমি জানি না একই প্রবণতা ওনার মধ্যে কাজ করে কিনা। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নেই।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি (ড. ইউনূস) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি।
তিনি আরও বলেন, যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এ পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়।

‘আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, অতি শিগগিরই জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন।

সরকারকে বিএনপির সহযোগিতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দুইটা বিষয়— একটা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, আরেকটা হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি রোডম্যাপ না পাই তাহলে সরকারকে সহযোগিতা করব কিনা সেটা আমরা গতকাল প্রেসব্রিফিংয়ে বলেছি। যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এ সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এই কথা আমরা বলেছি, এখনও বলছি। আর সেনাপ্রধান তার অফিসারদের সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকায় দেখেছি।

তিনি বলেন, ইন্টারেস্টিং হচ্ছে— সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? সেনাপ্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলেন নাই যেটা ওনার জুরিসডিকসনে পড়ে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs